খনি

ধাতুশব্দ। যন্ত্রাঘাত। গাঁইতি ও শাবল।
মাটির তলায় মাটি। শিলা নিম্নে শিলা।
উপরে বালুর মাঠ। ফণীমনসা। টিলা।
ভিতরে হাড়গোড়-ভাঙা ‘দ’ শুয়ে: কঙ্কাল।

ভয় পেয়ে উঠে আসে খনকের দল
দমচাপা গন্ধ, নাকে আটকানো রুমাল
তদন্ত, বিজ্ঞান, সূত্র, সংবাদের ঢল…
হাড়ের আঙুলে আঙটি। পুরুষ? মহিলা?

কঙ্কাল চালান হয় পুরাকীর্তি ঘরে
খুঁড়তে খুঁড়তে আরো নামে খনকের দল
কঙ্কাল আবার খোঁজে শরীরের লীলা
শরীর, সে কঙ্কালের মূর্তিরূপ ধরে

উপরে দাঁড়িয়ে থাকে মাঠ, মরুটিলা
নীচে মাটি, খনিকার্য, শিলা নিম্নে শিলা