রঙ

জলযান। রক্তিম বিনাশ।
অতিক্ষুদ্র ঝিনুকমালারা
শায়িতা বালুর তীরে- যারা
আগের জন্মেই ছিল ঘাস।

জলযান। রক্তিম বিনাশ।
ধ্বংসস্তু। ডুবোশৈল-তূপ।
তার উপরে অস্তসূর্য, চুপ।
রঙ। কী সুন্দর!
পাশে লাশ।

ধ্বংসে রঙে ঘুমোয় স্তব্ধতা
শবে, শৈলে, ঝাউয়ের মাথায়
নির্বিকার উঠে নেমে যায়
উদয়াস্ত রঙের দেবতা।