ষোলো

কী সুন্দর গাছ, তাতে অন্যায়ের মুকুল ধরেছে
এত মাঠ, কেউ নেই, আছে পিছু ফিরবার তাড়া
মুকুলরা বারণ করছে: ‘যেয়ো না, এমনভাবে বেঁচে
কী হবে? মাঠের নীচে মাঠ খুঁজতে বেলা হবে সারা…’

আমাদেরও হুঁশ নেই, ম ম করছে পাপবোধ, আকাশে হৈ হৈ করছে তারা
মুকুল, মুকুল ঝরছে- আমরা ছুটে যাচ্ছি তার সৌরভে শচীনে মাতোয়ারা