আমার ‘সাম্পান’ যাত্রী না লয়

আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি।
আমি আপনারে লয়ে রে ভাই এপার ওপার করি।।

আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরই তল।
আমি ভাসতে আসি, আসিনিকো কামাতে ভাই কড়ি।।

আমি এই জলেরই আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই আয়নার মানুষ নাই।
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি।।

আমি তারির আশায় তরী লয়ে ঘটে বসে থাকি,
আমার তারির নাম ভাই জপমালা, তারেই কেঁদে ডাকি!
আমার নয়ন-তারা লইয়া গেছে রে
নয়ন নদীর জলে ভরি।।

এ নদীর জলও শুকায় রে ভাই সে জল আসে ফিরে,
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথার কিরে?
আমি ভালোবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরী।।

[ভাটিয়ালি – কার্ফা]


চোখের চাতক গ্রন্থে “আমি তারির আশায় তরী লয়ে ঘটে বসে থাকি” এই লাইনে ‘সাম্পান’ শব্দের স্থলে ‘তরী’ লিখা হয়েছে। এছাড়া সব লাইন একই রয়েছে।