আমায় প্রবোধ দেওয়ার তরে

আমায় প্রবোধ দেওয়ার তরে,
ভোরের হাওয়া, বলো তারে-
যে পাষাণীর মন গলে না
আমার শত অশ্রু-ধারে,-
‘সুখে তুমি ঘুমাও নিতি
দুলে দুলে আরাম-দোলায়,
কার নয়নে ঘুম নাহি আর-
উদয় কি হয় স্মরণ-পারে?’

৫৯