আমি মহাভারতী শক্তি-নারী

আমি মহাভারতী শক্তি-নারী।
আমি কৃশ-তনু অসিলতা,
স্বাহা আমি তেজ-তরবারি।।

আমি আশা-দীপ, জ্যোতি,-
আমি কল্যাণ, সাম্য, প্রেম, সংহতি,
আমি ভবনে করুণা-কোমল
আমি ভুবনের সর্ব দ্বন্দ্ব সংহারি।।

আমি শান্ত উদাসীন মেঘে আনি বর্ষণ-বেগ
আমি তড়িৎলতা,
পরাজিত পৌরুষে জাগায়ে তুলি
দূর করি নিরাশা দুর্বলতা।

আমি গার্গেয়ী মৈত্রেয়ী ভাগবতী শক্তি,
আমি দারুণ আলোক আনিব বিশ্বে
তিমির বিদারি।।

(৩৪)