কোন চরণ এই দীনহীনকে দেবে

কোন চরণ এই দীনহীনকে দেবে।
দুটি চরণ বৈ নয়, আছে শতভক্তের হৃদয়
দয়াময় আমার ভাগ্যে কী হবে।।

শুনেছি সেই ত্রেতাযুগে
রাম অবতার ভক্তের লেগে
মহাতীর্থস্থান যোগে
যুদ্ধজয় কলরবে;
তুমি গয়াসুরকে চরণ দিয়ে
বন্ধু হয়েছো ভক্তিভাবে।।

প্রহলাদ নারদ আদি
চরণ সাথে নিরবধি
আমার বঞ্চিত বিধি
এ নিধনের ভার কে লবে;
চরণ পাবার আশায় ত্রিপুরারই বেড়ায়
শুশানে পাগলভাবে।।

পাষাণী মানব হলো ধূলায়
চরণমালা হনুর গলায়
হৃদয় মাঝে চরণ দোলায়
নূপুর বাজে সুরবে;
লালন বলে চরণ বিক্রেতা জনমের মতো
ফিরে কি কেহ আর পাবে।।

(প্রবর্তদেশ)

গয়াসুর: গয়া-অসুর। একজন রাক্ষস।
নারদ: শ্রীকৃষ্ণের ভক্ত।
হুনু: রামভক্ত হনুমান।