হেরো গোধুলি-বেলা সই ঘনিয়ে এলো ঐ

হের গোধূলি-বেলা সই ঘনিয়ে এলো ওই
কি ভয়ে কি জানি উঠল্ অঙ্গ ছম্কে!
কেন জল নিতে এলাম সই অবেলা
একে অল্প বয়স তাহে একেলা।
কাঁধে কাঁখে ঘড়া দেহে ডালি-ভরা
যৌবন-পসরা। উঠি চম্কে।।

পিছে পিছে আসিছে যেন কে
হাসে চটুল চোখে।
আর চলতে নারি সখি ধর ধর
কাঁপে দেহলতা কেন থর থর।
ঐ কলঙ্কী কালার বলতে বল্
দেশ ভরিবে মোদের কলঙ্কে।
বল্ তারে, আর নিতে কাল হতে,
আসব না আর এ পথে।।

(৯৪)