ওরে ও বিদেশি বন্ধু

ওরে ও বিদেশী বন্ধু!
ও তুই সাঁঝের বেলায় গাঙের কুলে
রোজ বেয়ে যাস তরী।
আমি একলা ঘাটে বসে ভাবি
ভাসায়ে গাগরী।।

ভাটির টানের সাথে সাথে
তোর ভাটিয়াল সুরে।
বন্ধু; সাধ্রে কাজল যায় ধুয়ে গো
নয়ন আমার ঝুরে।
আর ঘরকে যেতে মন মানে না গো
আমি জল ফেলে জল ভরি।।

তোর লাগি মাশয় নিলাম
কলঙ্কেরই ডালা
সেই কলঙ্ক ফুল হল মোর
হল গলার মালা।
পাড়ার লোকে কয় আমারে
বলে ননদী
কলঙ্কিনীর মরণ ভালো
আজো শুকায়নি নদী।
বলি তুই যদি গাঙ হোসরে বঁধু
আমি তাইতে ডুবে মরি।।

(১২৫)