আগে জানো নারে মন

আগে জানো নারে মন
বাজি হারলে তখন, লজ্জায় মরণ
শেষে আর কাঁদলে কী হয়।
খেলা খেলেরে খেলাড়, ভাবিয়ে শ্রীগুরু
সামাল সামাল বাজি সামাল সর্বদাই।।

এ দেশেতে দেখি জুয়োচুরি খেলা
টোটকা দিয়ে ফটকায় ফেলায়রে মন ভোলা
তাই বলি বারংবার থেকো হুঁশিয়ার
নয়নে নয়ন বাঁধিয়ে সদাই।।

চোরের সঙ্গে খাটে না ধর্মদাঁড়া
হাতের অস্ত্র কভু করো না হাতছাড়া
রাগ অস্ত্র ধরে, দুষ্ট দমন করে
স্বদেশেতে গমন করোরে ত্বরায়।।

চুয়ানি বাঁধিয়ে খেলে যে জনা
সাধ্য কি তার অঙ্গে দেয় হানা
লালন বলে আমি তিন তের জানি না
বাজি সেরে যাওয়া হলরে দায়।।

(প্রবর্তদেশ)

ত্বরায়: দ্রুত, তাড়াতাড়ি, এখই, জলদি।
চুয়ানি: উচ্ছিষ্টাংশ, এঁটো।