এখন কেনে কাঁদছো রাধে নির্জনে

এখন কেনে কাঁদছো রাধে নির্জনে।
ও রাধে, সেইকালে মান করেছিলে
সেই কথা তোর নাই মনে।।

ও রাধে কেনে করো মান
ও কুঞ্জে আসে না যে শ্যাম
জলে আগুন দিতে পারি বিন্দে আমার নাম
ও রাধে হাত ধরে প্রাণ সপেঁছিলে কেমনে।।

চলো আমরা সব সখি মিলে
একটি বনফুল তুলে
বিনে সূতায় মালা গেঁথে দেব শ্যামের গলে
লালন কয়, শ্যাম হয়ে বসবো রাধার ডানে।।

(কৃষ্ণলীলা)