আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়

আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়।
আমি কথার অর্থ ভারি
আমাতে আর আমি নাই।।

অনন্ত শহর বাজারে
আমি আমি শব্দ করে
আমার আমি চিনতে নারে
বেদ পড়ি পাগলের প্রায়।।

মনসুর হাল্লাজ ফকির সে তো
বলেছিল আমি সত্য
সাঁই প’লো সাঁইর আইনমত
শরায় কি তাঁর মর্ম পায়।।

কুমবে এজনি কুমবে এজনিল্লা
সাঁইর হুকুমে দুই আমি হিল্লা
লালন বলে এ ভেদখোলা
আছেরে মুর্শিদের ঠাঁই।।

(সাধকদেশ)

মনসুর হাল্লাজ: মধ্যপ্রাচ্যের মহাসাধক, যিনি বলেছিলেন: আমি আল্লাহ। কেঠোমোল্লারা তাঁকে হত্যা করে পুড়িয়ে নদীতে ফেলে দিলে ডাক উঠে আসতে থাকে ‘আনাহ হক’ অর্থাৎ আমিই আল্লাহ।
কুমবে এজনি কুমবে এজনিল্লা: আল্লাহর আদেশ দাঁড়াও।