আমি কোথায় ছিলাম

আমি কোথায় ছিলাম
আবার কোথায় এলাম ভাবি তাই।
একবার এসে এই ফল আমার
জানি আবার ফিরে কোথা যাই।।

বেদ পুরাণে শুনি সদাই
কীর্তিকর্মা আছে একজন জগতময়
আমি না জানি তাঁর বাড়ি কোথায়
আমি কী সাধনে তারে পাই।।

যাদের সঙ্গে করি কারবার
তারাই সব বিবাগী আবার হলোরে আমার
লুটলরে এই ধনীর ভাণ্ডার
আমায় ঘিরে উনপঞ্চাশ বায়।।

কেবা আমার আমি বা কার
মিছে ধন্ধবাজী এ ভবসংসার
অধীন লালন বলে হইলাম অপার
আমার সাথের সাথী কেহ নাই।।

(সাধকদেশ)

উনপঞ্চাশ বায়: বিভ্রান্তি।