দেখো দেখো নুর পেয়ালা
আগে থেকে কবুল করো।
নিজে জান পরিচয় করে
দেখো খোদা বলছো কার।।
নুর মানে নিজ নবির আত্মা
আপনার কলবে আছে তা
হায়াতে সেই মোহাম্মদা
জিন্দা এই চারযুগের পর।।
যদি চিনতে পার সেই নবি
এলেম হাসেলই সেইজন হবি
তোমার এই দীনের খোবি
প্রকাশ হবে দীপ্তকার।।
ডুব না জেনে ডুবতে চাও মন
পানিতে ভাসে কলাগাছ যেমন
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন।
গুরুচরণ সার করো।।
(প্রবর্তদেশ)
নূর পেয়ালা: আলোকিত সত্তা, দেহমধ্যে গুরসত্তা।
এলেম হাসেল: জ্ঞান লাভ করা।
দীনের খোবি: সত্তার মূলকেন্দ্র, জ্ঞানকেন্দ্র।