দয়াল তোমার বৈ আর জানি না

দয়াল তোমার বৈ আর জানি না।
তুয়াগাছের সন্ধান পেলাম না।।।

তুয়াগাছ আছে উর্ধ্বভাবে হাদিসের খবর
সে গাছে লাখ লাখ শিকড়,
কাটলে শিকড় গাছ মরে হুতাশে
প্রাণ বাঁচে না।।

হায়াত মউত তাঁর পাতে লেখা
গাছ আছে চামে ঢাকা
সে গাছের গোড়া পানির ভিতরে
তার পাতা পাকে না।।

গাছের তলে গাছ আছে শূন্যভরে
প্রতিদিন সে আহার করে
সে গাছের গোড়ায় আজরাইল বসে
লালন কয় তা দেখো না।

(সাধকদেশ)

তুয়াগাছ: কোরানের ভাষায় নবিদেহ অর্থাৎ গুরুদেহ হলো জান্নাতের গাছ বা স্বর্গীয় বৃক্ষ।