গোপালকে আজ মারলি গো মা
কোন কারণে।
সে কি সামান্য ছেলে।
ভাবলি মনে।।
দেবের দুর্লভ গোপাল
জানে না তাঁর ফেরের কপাল
যে চরণ আশায় শিব শ্মশানবাসী হয়।
দেবের দেব পঞ্চাননে।।
একদিন যার ধেনু হরে
নিল ব্রহ্মা পাতালপুরে
তাইতে ব্রহ্মা দোষী হয়, সবাই জানতে পায়
তুমি জান না এই বৃন্দাবনে।।
যোগীন্দ্র মণীন্দ্র আদি
যোগ সেধে না পায় নিধি
সেই তো কৃষ্ণধন, তোমার পালন
লালন বলে এ কী ঘোর এখানে।।
(কৃষ্ণলীলা)
পঞ্চানন:পাঁচ মুখ।