কারে শুধাবোরে মর্মকথা কে বলবে আমায়

কারে শুধাবোরে মর্মকথা কে বলবে আমায়।
আকার কি নিরাকার খোদে সেই দয়াময়।।

সেদিন সাঁই ডিম্ভুভরে
ভাসলেন একা একেশ্বরে
কীরূপ থেকে তাঁর মাঝারে
কীরূপ গণ্য হয়।।

সিতারা রূপ ছিলো যখন
গহনা রূপ তাঁর পাক-পাঞ্জাতন
আকার কি নিরাকার তখন
সেই দয়াময়।।

জগতপতি সোবাহানে
বরকতকে মা বললেন কেনে
তাঁর পতি কি নয় সেজনে
লালন ভাবে তাই।।

(সিদ্ধিদেশ)

সিতারা: তারকা।
পাক পাঞ্জাতন: সৃষ্টি, স্থিতি ও বিলয়ের নিয়ন্ত্রক শক্তি মহা নারি মোহাম্মদ (আ.), মওলা আলী (‘আ.) মা ফাতেমা তুজ জোহরা (আ.) ইমাম হাসান (আ.) ও ইমাম হোসাঁইন (আ.)।
সোবাহান: বস্তুমেহ তথা মধ্যাকর্ষণ শক্তির বন্ধন ছিন্ন করে যিনি বিষয়রাশির উপর সদা ভাসমান, সকরুসা, এক সনদ আল্লাহ।