কি বলিস গো তোরা আজ আমারে

কী বলিস্‌ গো তোরা আজ আমারে।
চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী
দংশিল যাঁর হৃদয়ের মাঝারে।।

গৌররূপের কালে যারে দংশায়
সে বিষ কি ওঝাতে পায়
বিষ ক্ষণেক নাই ক্ষণেক পাওয়া যায়
ধন্বন্তরী ওঝা যায়রে ফিরে।।

ভুলবো না ভুলবো না বলি
কটাক্ষেতে অমনি ভুলি
জ্ঞানপবন যায় সকলি
ব্রহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে।।

যদি মেলে রসিক সুজন
রসিকজনার জুড়ায় জীবন
বিনয় করে বলছে লালন
অরসিকের কথায় দুঃখ ধরে।।

(গৌরলীলা)