কি শোভা দ্বিদলের পরে

কী শোভে দ্বিদল পরে।
রস মণিমাণিক্য
রূপ ঝলক মারে।।

অবিম্বু গম্ভূতে অনিত্য গোলোক
বিরাজ করে তাহে পূর্ণব্রহ্মলোক
হলে দ্বিদল নির্ণয়, সব জানা যায়
প্রসন্ধি থাকে না সাধনদ্বারে।।

শতদল সহস্রদলের দল
রসরসিরূপে করে চলাচল
দ্বিদলে স্থিতি, বিদ্যুৎ আকৃতি
ষোড়দলে বারাম যোগান্তরে।।

ষোড়দলে সে তো ষড়তত্ত্ব হয়
দশমদলে মৃণালগতি গঙ্গা বয়
ও সে ত্রিধারা তার, ত্রিগুণে বিচার
লালন বলে গুরু অনুসারে।।

(সাধকদেশ)

অবিম্বু: পদ্মফুল ফোটার পূর্ব মুহূর্তের ভাব বা অবস্থা।
গম্ভূ: স্তর, পর্যায়, মর্যাদা।
বারাম: বিরাম বা স্থিতি।