মানুষতত্ত্ব যার সত্য হয় মনে

মানুষতত্ত্ব যার সত্য হয় মনে।
সে কি অন্যতত্ত্ব মানে।।

মাটির ঢিবি কাঠের ছবি
ভূত ভবিষ্যৎ দেবদেবী
ভোলে না সে এসবরূপী
মানুষ ভজে দিব্যজ্ঞানে।।

জড়োসড়ো নুলাঝুলা
প্যাচোপ্যাঁচী আলাভোলা
তাতে নয় সে ভোলনেওয়ালা
যে মানুষ রতন চেনে।।

ফেয়োফেপী ফ্যাসাদ যাঁরা
ভাকাভোকায় ভোলে তারা
লালন তেমনি চটা মারা
ঠিক দাঁড়ায় না একখানে।।

(প্রবর্তদেশ)

জড়োসড়ো নুলাঝুলা: অচল, অক্ষম।
প্যাচোপ্যাঁচী আলাভোলা: কারো প্যাঁচানো তথা- কুটিল বা বাঁকাকথায় ভোলে না বা রাজি হয় না।
ফেরোফেপী ফ্যাকসা: অজ্ঞান, ইতরজন।
ডাকাভোকা: ধোঁকাবাজি।