মন চোরারে ধরবি যদি

মন চোরারে ধরবি যদি
ফাঁদ পাতো আজ ত্রিবিনে।
অমাবস্যা পূর্ণিমাতে
বারমখানা সেইখানে।।

ত্রিবিনের ত্রিধারা বয়
তার ধারা চিনে ধরতে পারলে হয়
কোন ধারায় তার সদাই বিহার
হচ্ছে ভাবের ভুবনে।।

সামান্য কি যায় তাঁরে ধরা
আট প্রহরী দিতে হয় পাহারা
কখন সে ধারায় মেশে
কখন রয় নির্জনে।।

শুক্লপক্ষে ব্রহ্মাণ্ডে গমন
কৃষ্ণপক্ষে যায় নিজ ভুবন
লালন বলে সেরূপ লীলে
দিব্যজ্ঞানী সেই জানে।।

(সাধকদেশ)