পেঁড়োর ভূত হয় যে জনা শোন রে মনা

পেঁড়োর ভূত হয় যে জনা শোনরে মনা
কোন দেশে সে মুরিদায়।
ফাতেহায় ভূত সেরে যায়
পেঁড়োর দরগায়।।

মক্কায় গুনি শয়তান আছে
ভূত হয় জানি পেঁড়োর মাঝে
সে কথা পাগলে বোঝে
দেখ এই দুনিয়ায়।।

মুরদার নামে ফাতেহা দিলে
মুরদা কি পায় সেখানে গেলে
তবে কেন পিতা-পুত্রে
দোজখে যায়।।

মরার আগে ম’লে পরে
আপন ফাতেহা আপনি করে
তবে আখের হতে পারে
অধীন লালন কয়।।

(প্রবর্তদেশ)

ফাতেহা: মুখস্ত দোয়া দরুদ পড়ে অন্ধ ডাকাডাকি, অনুষ্ঠান।