সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’লো।
হায়রে বিধি ওরে বিধি
তোর মনে কি ইহাই ছিল।।
নবঘন বিনে বারি
খায় না চাতক অন্যবারি
চাতকের প্রতিজ্ঞা ভারি
যায় যাবে প্রাণ সেও ভাল।।
চাতক থাকে মেঘের আশে
মেঘ বরিষণ অন্যদেশে
বল চাতক বাঁচে কিসে
ওষ্ঠাগত প্রাণ হলো।।
লালন ফকির বলেরে মন
হলো না মোর ভজনসাধন
ভুলে সিরাজ সাঁইয়ের চরণ
মানবজনম বৃথা গেলো।।
(সাধকদেশ)