তিল পরিমাণ জায়গাতে কী কুদরতিময়

তিল পরিমাণ জায়গাতে কী কুদরতিময়।
একজন ন্যাড়া জগৎ জোড়া
সেইখানেতে বারাম দেয়।।

বলবো কী সে নাড়ার গুণবিচার
চার যুগে রূপ নবকিশোর
সেইদেশে নাই অমাবস্যে
দীপ্তাকারে সদাই রয়।।

ভাবের ন্যাড়া ভাব দিয়ে বেড়ায়
যে যা ভাবে তাই হয়ে দাঁড়ায়
রসিক যারা বসিয়ে তারা
পেঁড়োর খবর পীড়েই পায়।।

শতদল সহস্রদলের দল
ন্যাড়া ঠাকুর নাড়ছে বসে কল
লালন বলে জানবি কবে
কল খাটিয়ে ন্যাড়া রয়।।

(সাধকদেশ)

বারাম: বিশ্রাম।