তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না

তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না।
দেখা দিয়ে ওহে রসুল
ছেড়ে যেও না।।

তুমি তো খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য
তোমা বিনে পারের লক্ষ্য
আর দেখা যায় না।।

আমরা ছিলাম বনবাসী
করে গেলে মদিনাবাসী
তোমা হতে জ্ঞান পেয়েছি
আছি সান্তনা।।

আসমানী এক আইন দিয়ে
আমাদের সব আনলেন রাহে
এখন মোদের ফাঁকি দিয়ে
ছেড়ে যেও না।।

তোমা বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ
লালন বলে আর তো এমন
বাতি জ্বলবে না।।

(স্থূলদেশ)

অসমানী: মনোজগত, ভাবজগত, চেতনজগত তথা অদৃশ্যলোক, রহস্যজগত, অধরা।