প্রাণের বাসিন্দা

তুমি আমার রাত নীশিথে
প্রাণের বাসিন্দা,
কলিজাতে বাজাও তুমি
প্রেমের সারিন্দা।

মনের বীণার হাজার তারে
তোমার কথাই শুনি,
জনম জনম ধরে তুমি
আমার প্রাণ সজনী।

তোমায় নিয়ে হোক নায় আমার
শত লোক নিন্দা।

মনের ঘরে তুমি আমার
পূর্ণিমারই চাঁদ,
এক জনমে মেটেনাতো
তোমায় দেখার সাধ।

তোমায় নিয়ে ভাবি আমি
সকাল থেকে সন্ধ্যা।

কন্ঠ: এন্ড্রু কিশোর
সুর: প্রণব ঘোষ