জন্মজটের ছায়া

একি শুধু হাতের তালুতে লাগা কাঁঠালের শাদা কষ
যে তুমি তেল দিয়ে ঘ’ষে ঘ’ষে বুক থেকে তুলে দেবে তাকে?

একি শুধু অঙ্গুরীয়? অনামিকা গ্রাস করা শােভিত আকিক?
যখন যেমন খুশী সাজাবে আঙুলে? একি শুধু অযত্ন
লালিত চুলে বাউলের জট বে’ধে যাওয়া?
একি শুধু লাল টিপ? ডাগর চোখের নীচে কাজলের স্নেহ?
যে তুমি আঙুল দিয়ে ঘ’ষে ঘ’ষে তুলে দেবে সব!

এ বড়ো কঠিন কষ, অনেক সাধনা শেষে রক্তে পাওয়া স্মৃতি,
জন্ম-জটের মতো তোমার গ্রীবার ছায়া আজীবন ছুঁয়ে ছুঁয়ে যাবে।