কলম

কনক, তোমাকে লেখার কলম
হারিয়ে ফেলেছি। এখানেই, এই
পার্কের ধারে, সবুজ ঝাউয়ের
বামপাশ ঘেঁষে সুনীল পাখিটা
উড়ছে যেখানে, নির্জন-লেকে
তার পাশাপাশি। সকাল সন্ধ্যা
তাই তো এখন খাকী-পোশাকের
হাজার বালুচ পাহারা দিচ্ছে
লেইকের জল, বাঙলা কবিতা,
রক্তের নদী, শিমুলের গান।

কনক, তোমাকে লেখার কলম
হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি?