কথোপকথন ৯

নন্দিনী
অতিকায় মেঘ কত দূর থেকে কলসি কলসি জল
বয়েই আনছে, বয়েই আনছে, সকালে এবং সন্ধেয়,
চলো না একটু ভিজি।

শুভঙ্কর
অনাদি সময় কতকাল থেকে প্রহরের পর প্রহর
বয়েই চলেছে, বয়েই চলেছে, ওকে বিশ্রাম দিতে
এসো না একটু আরো ঘন হয়ে বসি।

নন্দিনী
তার মানে নিজে মেঘমল্লার হয়ে
ফন্দী আঁটছ, ঠোটের ঝারির জলধারা ঢেলে ঢেলে
আবার আমার রক্তধমনী ভেজাবে।