কথোপকথন ১৫

শুভঙ্কর-
কেন দিলে চাইতেই সাজনো বাগান হাতে তুলে?
বহু বছরের হিমে ভিজে থাকা স্বরোদে হঠাৎ
সুর গেল খুলে।

নন্দিনী-
এখনো বিস্ময় লাগে তোমার নিঃশব্দ আগমণ।
শুকনো নদী শুয়েছিল আকাশে তৃষ্ণার ঠোঁট মেলে
হঠাৎ প্লাবন।

শুভঙ্কর-
এক নিমেসের টানে ছিঁড়ে গেল দ্বিধা-সংকোচের
পর্দাখানা যেই,
খাজুরাহো কোনার্কের শাশ্বতী নারীর চন্দ্রলোক
তোমার মুখেই।

নন্দিনী-
এই ব্যাধিগ্রস্ত গ্রহে কোথায় কি আছে মুক্তবীথি
মিলে যাস দুজনে একাকী?

শুভঙ্কর-
আলাদা মঙ্গলগ্রহ অক্ষরে অক্ষরে যত গড়ি
রয়ে যায় বাকি।