কথোপকথন ২৭

তুমি সত্যিই ডোবাবে আমাকে একদিন।
লাল ঠোঁট নিয়ে বাড়ি থেকে বেরোলে
লাল ঠোঁট নিয়েই বাড়ি ফেরা উচিত
আর না ফিরলে সেই ফ্যাকাশে ঠোঁটের দিকে
শুরু হয়ে যেতে পারে লাল চোখের তল্লাশী
এটা কি পেরেক মেরে ঢোকাতে হবে আপনার মগজে?
শুভঙ্কর, প্লীজ! ডাকাতেপনাটা একটু কমাও।
নির্বাসনদণ্ডে গেলে তোমার ছেনী-হাতুড়ি
ভাস্কর্য গড়বে ত্বক পাথরে?

(নন্দিনীর চিঠি শুভঙ্করকে ১১)