আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে

আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে,
কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে,
যেন এই কথাটি বাজে মনের সুরে-
তুমি আমার কাছে এসেছ।

কভু মধুর রসে ভরে হৃদয়খানি,
কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী,
তবু নিত্য যেন এই কথাটি জানি-
তুমি স্নেহের হাসি হেসেছ।।

ওগো কভু সুখের কভু দুখের দোলে
মোর জীবন জুড়ে কত তুফান তোলে,
যেন চিত্ত আমার এই কথা না ভোলে-
তুমি আমায় ভালোবেসেছ।

যবে মরণ আসে নিশীথে গৃহদ্বারে,
যবে পরিচিতের কোল হতে সে কাড়ে,
যেন জানি গো- সেই অজানা পারাবারে
এক তরীতে তুমিও ভেসেছ।।

১ কার্তিক [১৩২০]
শান্তিনিকেতন