আমার দুই নয়নে ঝরে গো বারি

আমার দুই নয়নে ঝরে গো বারি
যার জন্য কান্দিয়া মরি৷
চিকন কালায় বাজায় বাঁশি কদম্বতলে
ওরে মনে লয় তার সঙ্গে যাইতাম
কুলমান ত্যাজ্য করি৷
সরম হইতে মরম ভালো
নবীন বন্ধুয়ার সনে কুলমান গেল
তার তুষানলে জ্বলছে হিয়া ঘরে না বঞ্চিতে পারি৷
ভাবিয়া রাধারমণ বলে
লাগিয়াছে পিরিতে লেঠা কদম্বতলে
ও তার জলের ঘাটে কদমতলে
বস্ত্রহারা বংশীধারী৷

[পূর্বরাগ]