বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি

বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি ঝুইরে দুই আংখি৷
বাঁশির মরম কেইবরে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে
আপন স্বাদে ঠেকছি কান্দে কি দোষ দিমু পরেরে৷
বাঁশির নয়নে শ্রবণে সন্মিলন নয়নে নয়ানে কামদহন
পিঞ্জিরার পাখীর মত উঠিতে না পারিরে৷
শ্ৰী রাধারমণে বলে ওই কথা মনের ব্যথা বইলমুকার কার কাছে৷

[পূর্বরাগ]