বৃন্দে গো আয় গো বৃন্দে শ্যামকে দেখাও আনিয়া
মনপ্রাণ সদায় ঝুরে তাহার লাগিয়া৷
সারারাত্রে থাকি আমি পন্থ পানে চাইয়া
কোন্ বিধাতা বন্ধু দাতা রাখিল বান্ধিয়া৷
নারী জাতি অল্পমতি ভুলায় বাঁশি দিয়া
আসব বলে গেল বন্ধু না আইল ফিরিয়া৷
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
সোহাগ মণি ভাবের বন্ধু শান্ত কর গিয়া৷
[খণ্ডিতা]