হইয়ে শ্যাম অনুরাগী লাগল কলঙ্কের দাগী

হইয়ে শ্যাম অনুরাগী লাগল কলঙ্কের দাগী
পিরিতের কি ঐতই দুর্দশা
পিরিত সুখের অনল জলেতে না হয় শীতল
বাড়ে দ্বিগুণ চিত্তের লালসা।।
পিরিত পরম রতন তুচ্ছ জাতি যৌবন ধন
আঁখির পলকে তার বাসা
শুইলে স্বপনেতে দেখি পাসরা না যায় গো সখী
বাড়ে সদায় চিত্তের পিপাসা।।
পিরিত পরম সুনিধি তাহে ভুলাইলেক বিধি
কুলবতীর কুলধৰ্মনাশা
মনোসাধে প্ৰেমজলধি ডুবিয়ে থাকি নিরবধি
শ্ৰী রাধারমণের এই আশা৷

[বিরহ]