কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন।। ধু।।
কি আচানক রূপমাধুরী এমন দেখি নাই কখন।। চি।।
অন্তরে বিন্দিল রূপ, ভেঙ্গে সত্য কহ স্বরূপ, এ কি অপরূপ
কেহ নাই তার অনুরূপ এ তিন ভুবন।। ১।।
চূড়ার উপরে পাখির পাখা কি দেখালে অ বিশাখা-
পটেতে লেখা অঙ্গে ত্ৰিভঙ্গ বাকা মুরলী বদন।। ২।।
চটকে ধামিনী আভা পীতাম্বরে কতই শোভা কি মনোলোভা
হৃদয়ে জাগে রাত্ৰি দিবা কহে শ্ৰীরাধারমণ৷
[পূর্বরাগ]