রে ভমর, কইয়ো গিয়া

রে ভমর, কইয়ো গিয়া-
শ্ৰীকৃষ্ণ-বিচ্ছেদে আমার অঙ্গ যায় জ্বলিয়া।।
ভমর রে, কইয়ো কইয়ো, হায় রে ভমর,
প্ৰাণ বন্ধের লাগ পাইলে-
আমি রাধা মইরে যাব কৃষ্ণহারা হইয়া।।
ভমর রে, সারা নিশি পোসাইলাম
ফুলের শয্যা লইয়া-
সেই শয্যা হইল বাসি,- দেও জলে ভাসাইয়া।।
ভমর রে, না খায় অন্ন, না খায় জল,
নাহি বান্ধে কেশ,
তোমার পিরিতের লাগি রাধার পাগিলিনীর বেশ৷
ভমর রে, ভাইবে রাধারমণ বলে
কান্দিয়া কান্দিয়া
নিবি ছিল মনেরি আগুইন- আগুইন কে দিলা জ্বালাইয়া৷

[বিরহ]