শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে

শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে
কতই রঙ্গে শ্যাম দাড়াইয়াছে খেইড় কদমতলে৷
রাঙাপদে সোনার নুপুর রুনুঝনু বাজে
কর্ণের কুণ্ডল করে গো ঝলমল, বাঁশিতে রাধা বলে।।
কাঁচা পিরিত কইরো না শ্যাম কালিয়ার সনে
কলির পিরিত প্রেমের আঠা ছাড়ব না প্ৰাণ গেলে৷
ভাইবে রাধারমণ বলে ভাবিও না রাই মনে
শ্যাম কলঙ্কী হইছি আমি সকলে সে জানে।।

[পূর্বরাগ]