সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি

সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি প্ৰাণে ধৈর্য মানে না।। ধু।।
সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
ভব সমুদ্র সাতগারিয়া- কাছে যাইতে পাইলাম না৷
সখীগো ভাবিয়া রাধারমণ বলে রূপের নাই রে তুলনা৷
এই চক্ষু বদল না কইলে রূপের ঝলক সাইবে না৷

[গৌরপদ]