ভাসিলরে নইদের বাসী আনন্দ সাগরে

ভাসিলরে নইদের বাসী আনন্দ সাগরে।। ধু।।
উদয় হইল গৌরচান সুরধনীর তীরে।। চি।।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরে
হরেরাম হরেরাম রামরাম হরেহরে
হরি নামের মধুর ধ্বনি ধন্য নদীয়াপুরে
সংকীর্তনের যজ্ঞারম্ভ শ্ৰীবাসী মন্দিরে।।
আবালবৃদ্ধ যুবতনারী ভাসে প্রেমনীরে
কেউতো বাকি রইল নারে রাধারমণ কয় কাতরে।।

[গৌরপদ]