বিয়েপাগ্‌লা বুড়ো ও তাহার বাঙ্গাল চাকর

কর্ত্তা। আমার, এমন কি বয়েসটা বেশী?
সত্য হ’লে কোষ্ঠী, এই যে আস্‌ছে জ্যোষ্ঠী,
এই মাসে পূরিবে আশী!
আরে না না! আমার বিয়ে কর্‌বার কাল
যায়নিকো এখনো;- আরে নন্দলাল!
কি বলিস্?
চাকর। কর্‌তা অহনো ছাওয়াল
হইবো, বিয়্যা করেন;- তামুক লইয়্যা আসি।
কর্ত্তা। আরে দেখ্‌না আমার সংসারো অচল,
ছেলে পিলে মানুষ কে করে, তাই বল;
আমি, চূলে কলপ দেবো, দাত বাঁধিয়ে নেবে;
আর এমনি ক’রে হাস্‌বো সুধা-মাখা-হাসি। (প্রদর্শন)
আমার, চামড়া গেছে ঝুলে, চোক গেছে কোটরে,
কোমর গেছে বেঁকে, বেড়াই লাঠি ধ’রে;-
তা,- শৃঙ্গার-তিলক কিছু নেব তোয়ের ক’রে;
চাকর। আর যৈবন ফিরা পাইবেন, হইবেন মোট্টা-খাসী।
কৰ্ত্তা। কচি-মুখখানিতে বল্‌বে প্রেমের বুলি,
গয়না পেলেই আমার বয়স যাবে ভুলি’;
ক্ষীর-নবনী দিব চাঁদ-মুখেতে তুলি’;
চাকর। (আর), চরণ হ্যাবা করবো হৈয়্যা হ্যাবা-দাসী।
কর্ত্তা। আর, কথায় কথায় যদি ক’রে বসে মান,
পায়ের উপর প’ড়ে বল্‌বে, ‘দুটো খান’;-
তাতেও না ভাঙ্গিলে, ত্যজিব এ প্রাণ;-
চাকর। কর্‌তা, আমি আপনার গলায় দিয়্যা দিমু ফাসী।

বিভাস- একতাল