একটি রাত্রের সুর

ধূসর সন্ধ্যায় বাইরে আসি।
বাতাসে ফুলের গন্ধ;
বাতাসে ফুলের গন্ধ,
আর কিসের হাহাকার।
ধূসর সন্ধ্যায় বাইরে আসি
নির্জন প্রান্তরের সুকঠিন নিঃসঙ্গতায়
বাতাসে ফুলের গন্ধ,
আর কিসের হাহাকার।

ঘনায়মান অন্ধকারে
করুণ আর্তনাদে আমাকে সহসা অতিক্রম করল
দীর্ঘ, দ্রুত-যান-
বিদ্যুতের মতো:
কঠিন আর ভারি চাকা, আর মুখর-
অন্ধকারের মতো সুন্দর,
অন্ধকারের মতো ভারি।

অবাক হয়ে দেখি; দেখি আর শুনি
গন্ধ-স্নিগ্ধ হাওয়ায় কিসের হাহাকার;
অন্ধকার ধূসর, সাপের মতো মসৃণ,
দীর্ঘ লৌহ-রেখার সহসা শিহরণ-
আর অস্ফুট, শীর্ণ, বহুদূর, কিসের আর্তনাদ,
কঠোর, কঠিন।

বাতাসে ফুলের গন্ধ
আর কিসের হাহাকার।