মদনভস্মের প্রার্থনা

মাস্তুলের দীর্ঘ রেখা দিগন্তে
জাহাজের অদ্ভুত শব্দ,
দূর সমুদ্র থেকে ভেসে আসে
বিষন্ন নাবিকের গান।
সমস্ত দিন কাটে দুঃস্বপ্নের মতাে;
রাত্রে নিবিড় প্রেম: কুসুমের কারাগার।
কত দিন, কত মন্থর, দীর্ঘ দিন,
কত গােধূলি-মদির অন্ধকার,
কত মধুরাতি রভসে গােঙায়ন,
আজ মৃত্যুলােকে দাও প্রাণ
দূর সমুদ্র থেকে ভেসে আসে
বিষন্ন নাবিকের গান।