নীল তমালের ছায়া

নীল তমালের ছায়ার মাঝে
নীরব নিথর হাওয়া
সেইখানেতে তোমার আমার
একান্তে কিছু পাওয়া
তোমায় আপন করে পাওয়া।

চরণধ্বনি বেজেছিল
এলো চুলে এসে বসেছিল
গাংশালিকেরা দেখেছিল
শুধু তোমার আসা যাওয়া।

সোনামুখী ওই মুখ ঘিরে
স্বপ্নেরা আসে হাত ধরে
তোমার গানের সুরে সুরে
আজ আমার এই গান গাওয়া।

(শিল্পী প্রবাল চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি)

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস