মেঘ্লা দিনের মলিন কমল!
অধরে তোমার একি গো হাসি।
জীবন-দিবার অবসানে বুঝি
খেয়ালে শুনেছ। আশার বাঁশী!
রবি সে ডুবিল, উঠিল না,
তোমারি মাধুরী ফুটিল না,
সমুখে নিশার অন্ধ প্লাবন,
পিছনে মেঘের কালিমা-রাশি
ফুটিলে না তবু ঝরিবে
মুকুল-জীবনে মরিবে
অস্ত-খণের ক্ষণিক কিরণে
তবু মৃদু হাসি উঠিছে ভাসি!
একি আকুলতা! পুলকে
দুলিছে সাঁঝের আলোকে!
মেঘের নয়ন এল ছলছলি,
তবু তুমি একি হাসিছ হাসি!