চাঁদেরি মত চির সুন্দর সে
চাঁদেরি মত চিরদিন সুদূরে!
সুধা বরষে শুধু হাসে হরষে
সুন্দর সে- হেসে চায় মধুরে!
চিরদিন সুদূরে!
তারে ধরিতে নিতি পাপিয়া এসে
রেশ্মী সোপান গাঁথে সুরের রেশে!
ফাল্গুনী বায়ে সে যে ফিরায় পায়ে,
-গুণ্গুণিয়া শুধু রুণ রুণিয়া-
দিন দুনিয়া কাঁদে তার নূপুরে!