গুণী-দরবার

আমরা সবাই নাই ভিড়ে ভাই,
নাই মোরা নাই দলে,
বাস আমাদের গন্ধরাজের
পরিমল-মণ্ডলে!
আমরা জানিনে চিনিনে শুনিনে
আমরা জানিনে কারে,
হৃদয়ে যাহার রাজ্য- কেবল
রাজ-পূজা দিই তারে;
মন যদি মানে তবেই মানি গো
পুলক-অশ্রুজলে।
অরসিকে মোরা যোড়-হাতে কহি
ভিড় বাড়ায়োনা ভাই,
মরমী রসিকে হৃদয়ের দিকে
টেনে নিতে মোরা চাই;
নাই আমাদের ভিতর বাহির,
কোন কিছু নাই ছাপা,
নিশানের পরে আগুন-বরণ
আঁকি বৈশাখী চাঁপা।
মিলন মোদের গানের রাজার
ছন্দ-ছত্ৰতলে,
বসতি মোদের গন্ধরাজের
পরিমল-মণ্ডলে।