জলে এঁকেছিলাম ছবি- লুকাল সে এক নিমিষে; নয়ন-জলে এঁকেছি যায় সে ছবি হায় লুকায় কিসে! সত্যেন্দ্রনাথ দত্ত ফুলের ফসল কবিতা, বিরহ সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন