কারে আঁখি তুলে চাইবারো, আর,
নাইক অবসর!
কারো চক্ষে পলক পড়ে না, হায়,
দৃষ্টি- সে কাতর!
কেউ চিন্তে নাহি চায়,
কেউ ভুলতে নারে, হায়,
কেউ নূতন পাড়ি জমায়, কারো
নাই কোনো নির্ভর
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
কারে আঁখি তুলে চাইবারো, আর,
নাইক অবসর!
কারো চক্ষে পলক পড়ে না, হায়,
দৃষ্টি- সে কাতর!
কেউ চিন্তে নাহি চায়,
কেউ ভুলতে নারে, হায়,
কেউ নূতন পাড়ি জমায়, কারো
নাই কোনো নির্ভর